1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ অপরাহ্ন

।।থাইল্যান্ডে ফেসবুক লাইভে সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলিঃ নিহত ১২।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৩ বার সংবাদটি দেখা হয়েছে।

।।থাইল্যান্ডে ফেসবুক লাইভে সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলিঃ নিহত ১২।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।

থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রথমে ওই ঘাতক সেনা ক্যাম্পে তার কমান্ডারের দিকে গুলি করেন। পরে আরও দুই সহকর্মীর ওপর গুলি চালান তিনি। পরে তিনি মুনাং জেলার একটি শপিং মলে প্রবেশ করে তাণ্ডব চালান।সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানাইয়া ক্রিয়াটিসার্নের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।এসময় তিনি নিজের মোবাইলে সেলফি মুডে ফেসবুক লাইভ দিচ্ছিলেন।

তবে এ লাইভের কিছুক্ষণ পরই তার মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন তার হিসেব পাওয়া যায়নি।থাইল্যান্ডের পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই বন্দুকধারী একটি মেশিনগান ব্যবহার করে নির্দোষ ব্যক্তিদের হতাহত করেন। ওই এলাকাটি এখন পুলিশ ঘিরে রেখেছে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ