।।ঝুঁকিপূর্ণ পরিবেশে খুঁড়িয়ে চলছে পাবনার ভাঙ্গুড়া পোস্ট অফিসের কার্যক্রম।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃ মোঃ রাজিবুল করিম রোমিও এবং এস এম রুবেল।।
বাইরের দেয়ালে শ্যাওলা-আগাছা, ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে। ভবনটিও হেলে পড়েছে। এমনই ঝুঁকিপূর্ণ পরিবেশে খুঁড়িয়ে চলছে পাবনার ভাঙ্গুড়া পোস্ট অফিসের কার্যক্রম। যেকোনো সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পোস্ট অফিসের ছয়জন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা। তাই জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। ফেসবুক, মেসেঞ্জার, ই-মেইলের যুগে মানুষ চিঠি লেখা ভুলে গেলেও এখনো সরকারি নথি, চাকরির নিয়োগপত্র, বিভিন্ন পাবলিক পরীক্ষার খাতা বোর্ডে পাঠানো, সঞ্চয়পত্র, জীবনবীমার নথিসহ আর্থিক লেনদেনও পোস্ট অফিসের মাধ্যমেই করা হয়। তাই ভাঙ্গুড়াবাসীর জন্য উপজেলা পোস্ট অফিসের গুরুত্ব অপরিসীম। সরেজমিনে দেখা গেছে, পোস্ট অফিসের দ্বিতল ভবনের নিচতলায় চলছে দাফতরিক কার্যক্রম। দোতলায় পোস্ট মাস্টারের আবাসন ব্যবস্থা। কিন্তু সংস্কারের অভাবে অফিস ও বাসা দিনদিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দরজা-জানালা ভাঙা, পানির পাইপ নষ্ট হয়ে গেছে, পানি জমে আছে মেঝেতে। খুলে পড়েছে দেয়ালের পলেস্তারা, বাইরের অংশে জন্মেছে বট পাইকার নামের পরগাছা। দূর থেকে দেখে ভূতুড়ে বাড়ি ছাড়া কিছু মনেই হয় না। পাবনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হান্নান বলেন, ভাঙ্গুড়া পোস্ট অফিসসহ উপজেলা পর্যায়ে ঝুঁকিপূর্ণ পোস্ট অফিসগুলোর নতুন ভবন নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার হয়েছে। অচিরেই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।
Leave a Reply