।।চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন সরকার অপু ট্রাক চাপায় নিহত।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃচুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধি – শরিফুল ইসলাম।।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশ পুলিশ বাহীনির দামুড়হুদা মডেল থানায় কর্মরত এস.আই (নিঃ) মিল্টন সরকার অপুর মর্মান্তিক মৃত্যু।
রবিবার রাত সাড়ে নয় (৯) ঘটিকার সময় একটি ট্রাক বেপরোয়া ভাবে চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দামুড়হুদা “ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ” এর সামনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই এস.আই মিল্টন সরকার অপুর মর্মান্তিক মৃত্যু হয় বলে জানা যায়।
তার মৃত্যুতে দামুড়হুদা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ভারি হতে থাকে পরিবেশ।
তার এই মর্মান্তিক মৃত্যুতে গভির ভাবে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
ঘটনার পর থেকেই পুলিশের পক্ষ থেকে ট্রাকটি আটকের জন্য তৎপরতা চালানো হচ্ছে।
এই রিপোর্ট প্রকাশের আগ মূহুর্ত পর্যন্ত ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে বলে জানা যায়নি।
☞সৌজন্যেঃ দৈনিক সুন্দরবন
Leave a Reply