1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

।।গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন – দিঘলিয়া ওয়েব ব্লগ।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৪৭৮ বার সংবাদটি দেখা হয়েছে।

।।গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন-দিঘলিয়া ওয়েব ব্লগ।।

✪সুব্রত কুমার ফৌজদার ডুমুরিয়া (খুলনা)থেকেঃ

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করেছে। ৪৩জন মোট শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০জন। এরা হলো রাজ মন্ডল, জুনাইদ ইকবাল, সিয়াম মোড়ল, পার্থ মন্ডল, পাপিয়া সরকার, আয়েশা সিদ্দিকা সীমা, ফাতেমা খাতুন, আয়শা সিদ্দিকা মিতু, জান্নাতুল মাওয়া ও কারিমা মির্জা। সাফল্যের সাথে উত্তীন্ন হওয়া শিক্ষক তপন মন্ডলের ছেলে রাজ মন্ডল ও তাপস মন্ডলের ছেলে পার্থ মন্ডল চিকিৎসক হতে চায়। জুনাইদ ইকবাল প্রকৌশলী হতে চায়। সে শিক্ষক মুহাঃ বুরহান উদ্দিনের ছেলে। সিয়াম মোড়ল বিচারক হতে চায়, সে ব্যবসায়ী আনিচুর মোড়লের ছেলে। এছাড়া শ্যামল সরকারের মেয়ে পাপিয়া সরকার, আবুল কালাম মোড়লের মেয়ে আয়েশা সিদ্দিকা সীমা, জাহিদুল মোল্যার মেয়ে ফাতেমা খাতুন, জিয়াউর রহমানের মেয়ে আয়শা সিদ্দিকা মিতু, বেলাল হোসেন ফকিরের মেয়ে জান্নাতুল মাওয়া ও সুলতান মির্জার মেয়ে কারিমা মির্জা ভবিষ্যতে শিক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ক্ষুদে এসব শিক্ষার্থীরা সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেছে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ