।।খুলনায় রিপন হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ রিপোর্ট।।
খুলনায় রিপন রায় (১৯) নামের এক যুবককে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেনঃ মনিরুজ্জামান ঘরামী, হুমায়ুন সরদার, জাহাঙ্গীর সরদার, এনামুল শেখ, কাদের শেখ ও পিন্টু শেখ।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. সায়েদুল হক শাহীন জানান, গত ২০০৭ সালের ১ এপ্রিল রাতে বটিয়াঘাটার গড়িয়াডাঙ্গার রামপ্রসাদ রায়ের ছেলে রিপন বৃত্তি খলশী বুনিয়া বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা পূর্বশত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply