।।খুলনায় ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ রিপোর্ট।।
কেএমপি ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিনশ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: রবিউল ইসলাম বাপ্পি(২০)।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগর ডিবির একটি টিম গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন হাউজিং বাজার আর লাইন মাঝখানের কালভার্টের উপর হতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম বাপ্পির বিরুদ্ধে খালিশপুর থানায় আটটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply