গত শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে, ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি। সেখানে আরও প্রায় ১০০ বাংলাদেশি এখন আটকে থাকতে পারেন।
তিনি আরও জানান, ইউক্রেনে যারা এখনো আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি সেখানে আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, যেখানে বাংলাদেশিরা থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি কেউ থাকে, তাকেও যেন সঙ্গে নেওয়া হয়।
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে এখনই কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
Leave a Reply