1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

।।আজ ১লা মার্চ মঙ্গলবার থেকে দেশের ৬টি জেলায় ২ মাসের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ।।

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার সংবাদ টি দেখা হয়েছে

আজ ১লা মার্চ মঙ্গলবার থেকে দেশের ৬টি অভয়ারণ্যে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনের ২ মাসের জন্য নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

এ বিষয়ে বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, বরিশাল বিভাগের ৩টিসহ মোট ৬টি জেলার ৪৩২ কিলোমিটার এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা পালিত হচ্ছে।

মৎস্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চাঁদপুর জেলার সাঁওতাল পয়েন্ট থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পয়েন্ট পর্যন্ত ১০০ কিলোমিটার, ভোলা জেলার চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার, ভোলা জেলার চর ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার, বরিশাল জেলার সদর, মেহেন্দিগঞ্জ ও হিজলায় ৮২ কিলোমিটার, শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদেরগঞ্জের ২০ কিলোমিটার এবং পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

মৎস্য কর্মকর্তারা আরও জানান, কোনো বাঁধা ছাড়াই অভয়ারণ্যে মাছ ডিম দিতে পারলে ইলিশের জীবনচক্র সম্পন্ন হবে এবং তারা মা ইলিশে পরিণত হওয়ার সুযোগ পাবে।

বিভাগীয় মৎস্য অফিস সূত্র নিশ্চিত করেছে যে, এ বছর এই ৬ জেলার জেলেদের প্রতি ভিজিএফ কার্ডে ৪০ কেজি চাল সরবরাহ করা হবে। কিন্তু জেলেরা জানান, ২ মাসের জন্য এই চাল যথেষ্ট নয়। মাথাপিছু অন্তত ১৫০ কেজি চাল দাবি তাদের।

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...