1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পূর্বাহ্ন

।।আগামী শুক্রবার থেকে রসিদ ছাড়া ভোজ্য তেল বিক্রি বন্ধঃ জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৪৭ বার সংবাদটি দেখা হয়েছে।

আগামী শুক্রবার থেকে রসিদ ছাড়া ভোজ্য তেল বিক্রি বন্ধ বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

ভোজ্য তেলের বাজারে সংকটের ধোঁয়াশা তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা থেকে অসাধু ব্যবসায়ীদের বিরত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার অধিদপ্তরের কার্যালয়ে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর বৃহৎ পাইকারি বাজার মৌলভীবাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীদের অভিযোগ, সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিলেও, তেল মিলগুলো তা মানে না।

তাই পাইকারি ও খুচরা পর্যায়ে বেশি দামে পণ্য বিক্রিতে বাধ্য হন তারা। তাই ডিলার ও পাইকারি পর্যায়ে পাকা রসিদ ছাড়া কোনো পণ্য বেচাকেনা করা যাবে না―এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার।

তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে। তেলের দাম নিয়ে কারসাজি করলে, সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।

বৈঠকে তেলের মূল্যবৃদ্ধির জন্য মিল মালিকদের দোষারোপ করেন ব্যবসায়ীরা। সময়মতো মিল থেকে পণ্য না পাওয়ায় বাজারে ঘাটতি দেখা দিচ্ছে, ফলে দাম বাড়ছে বলে দাবি তাদের।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ