1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন

।।অস্কার পুরস্কার ২০২০।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৩১ বার সংবাদটি দেখা হয়েছে।

।।অস্কার পুরস্কার ২০২০।।

১০ ফেব্রুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসর অনুষ্ঠিত হয়। মার্কিন চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারের আয়োজন করে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সস। জাঁকজমকপূর্ণ এ আসরে প্রতিবারের মতো ২৪টি বিভাগে পুরস্কার দেয়া হয়।

বিজয়ী তালিকা

চলচ্চিত্র: প্যারাসাইট

পরিচালক: বং জুন হো; চলচ্চিত্র-প্যারাসাইট।

অভিনেতা: জোয়াকিন ফিনিক্স; চলচ্চিত্র-জোকার।

অভিনেত্রী: রেনে জেলওয়েগার; চলচ্চিত্র-জুডি।

সহ-অভিনেতা: ব্র্যাড পিট; চলচ্চিত্র-ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড।

সহ-অভিনেত্রী: লরা ডার্ন; চলচ্চিত্র- ম্যারিজ স্টোরি।

চিত্রনাট্য (মৌলিক): বং জুন-হো; চলচ্চিত্র- প্যারাসাইট।

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): টাইকা ওয়াইটিটি; চলচ্চিত্র- জোজো র‌্যাবিট।

আন্তর্জাতিক চলচ্চিত্র: প্যারাসাইট; দক্ষিণ কোরিয়া।

অ্যানিমেটেড চলচ্চিত্র: টয় স্টোরি ফোর।

প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য নেইবারস উইন্ডো।

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: ক্যারল ডিসিঙ্গার, এলেনা অ্যান্ড্রেইশেভা;

চলচ্চিত্র- লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন-ইফ ইউ আর অ্যা গার্ল।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ম্যাথু অ্যা চেরি ও কারেন রুপার্ট টলিভার; চলচ্চিত্র- হেয়ার লাভ।

মৌলিক গান: লাভ মি অ্যাগেইন; গায়ক- স্যার এলটন জন; চলচ্চিত্র- রকেটম্যান।

সম্পাদনা: ডোনাল্ড সিলভেস্টার; চলচ্চিত্র- ফোর্ড ভার্সেস ফেরারি।

শিল্প নির্দেশনা: বারবার লিং, ন্যান্সি হেইফ; চলচ্চিত্র- ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড।

শব্দমিশ্রণ: মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন; চলচ্চিত্র- ১৯৭১

পোশাক নকশা: জ্যাকলিন ডুরান; চলচ্চিত্র- লিটল উইমেন।

শব্দ সম্পাদনা: মাইকেল ম্যাককাসকার ও অ্যান্ড্রু বাকল্যান্ড; চলচ্চিত্র- ফোর্ড ভার্সেস ফেরারি।

রুপ ও কেশসজ্জা: কাজু হিরো, অ্যান মর্গান, ভিভিয়ান বেকার; চলচ্চিত্র- বম্বশেল।

ভিজ্যুয়াল ইফেক্ট: গ্রেগ বাটলার, গিওল রঁশো ও ডমিনিক টুয়ি; চলচ্চিত্র ১৯১৭।

চিত্রগ্রহণ: রজার ডিকিন্স; চলচ্চিত্র- ১৯১৭।

আবহসংগীত: হিলদুর গুদনাদত্তির; চলচ্চিত্র- জোকার

– রেনে জেলওয়েগার ইতিহাসের ত্রয়োদশতম অভিনেত্রী হিসেবে জয়লাভ করেন অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা ও সেগ পুরস্কার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার প্রোডাকশন হাউস ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘আমেরিকান ফ্যাক্টরি’ সেরা প্রামাণ্যচিত্রের জন্য জিতে নেয় অস্কার। মূলত একযুগ আগে মন্দার সময় ওহাইও’র গাড়ি নির্মাণশ্রমিকদের জীবনের গল্প থেকেই বানানো হয় এ তথ্যচিত্রটি। পরিচালনা করেন জুলিয়া রিকহার্ট ও স্টিভেন বগনার।

পূর্ব নাম ছিল সেরা ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র।

☞সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ